ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছে।তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ২৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২০২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২৬ জুলাই একদিনে দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হন, যা এক দিনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে যে দুই হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৯ জন।

Scroll to Top