চাটগাঁ নিউজ ডেস্ক: জাপানে ভয়াবহ ভূমিকম্পে একশরও বেশি মানুষ নিহত হওয়ার মাত্র আটদিন পর আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির মধ্যঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের পর এখনও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর ডেইলি মেইলের ।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে।
জাপানে নতুন বছরের প্রথম দিনের ভূমিকম্পে যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেখানকার কিছু জায়গায় এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। সেখানে ধসে যাওয়া অবকাঠামোর নিচে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে দেশটিতে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল।