পড়া হয়েছে: ৪৫
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১০ জুুয়াড়িকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
তিনি বলেন, শুক্রবার (২২ নভেম্বর) রাতে চান্দগাঁও থানাধীন খালাশী পুকুর পাড় সিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছিল। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ৫২টি তাস ও নগদ ১ হাজার ৬৩৪ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মোঃ মিরাজ (১৯), মোঃ রবিউল (২৪), মোঃ শাহীন (৩০), মোঃ শিপন (২৮), মোঃ মুন্না (২৫), মোঃ সাহাবুদ্দিন (৩৫), মোঃ জাহেদ (৩০), মোঃ ইউসুফ (৪২), মোঃ মফিজ (৫০) ও মোঃ মোজাহের (৩৫)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়েছে।
চাটগাঁ নিউজ/হাসান/জেএইচ