চট্টগ্রামে জাল নোটসহ আটক ১

Facebook
WhatsApp
Twitter
Print

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে ১ লাখ ৮১ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৪ জুন) বিকেলে এসব জালনোটসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত যুবকের নাম মো. ইমাম হোসেন (৩২)। সে ঝালকাঠি জেলার নলছিটি থানার পদুয়া গ্রামের নুরুজ্জামান হাওলাদারের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) পরিদর্শক মোক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে ওই যুবককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জাল নোটগুলো নারায়ণগঞ্জ থেকে বিক্রির উদ্দ্যেশে চট্টগ্রামে নিয়ে আসেন। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Scroll to Top