চট্টগ্রামের নিউমার্কেটে চলছে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ

আইনজীবী হত্যার প্রতিবাদ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোর্টবিল্ডিংয়ে ইসকন গুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে হওয়া আন্দোলনে  এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ পালন করছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদের এক ফেসবুক পোস্টে এই সমাবেশের ডাক দেন। এরপর সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তারা নিউ মার্কেট মোড় এলাকায় অবস্থান করেন।

এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া ইস্কন নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের সমর্থকদের গ্রেফতার ও বিচারসহ তিন দফা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। এসময় শিক্ষার্থীরা রাষ্ট্রদোহের মামলায় গ্রেপ্তার চিন্ময় দাশের ফাঁসির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ইস্কনের সন্ত্রাসীরা আদালত প্রাঙ্গণে ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। এরপর আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। এছাড়া মসজিদ ভাঙচুর করেছে। আমরা চিন্ময়ের ফাঁসি চাই এবং ইস্কন নিষিদ্ধ চাই।

বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে সামপ্রদায়িক দাঙ্গা সংঘটিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিয়ে পতিত ফ্যাসিবাদকে সুযোগ করে দেওয়া।

এসময় শিক্ষার্থীরা ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বিজিপির দালালেরা, হুঁশিয়ার সাবধান’, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা’ নানা স্লোগান দিতে দেখা যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top