গীতায় একমাত্র সত্যের মুক্তির পথ প্রদর্শক

Facebook
WhatsApp
Twitter
Print

আল আইন প্রতিনিধি: আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের উদ্যোগে এক মহতী ধর্মসভার আয়োজন করা হয়।

শুক্রবার (২১ জুলাই) আল আইন সুপার রেষ্টুরেন্ট মমতাজ হল রুমে মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশরানন্দ পুরী (ঋষি বাবু) মহারাজের সভাপতিত্বে পৌরহিত্য করেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম রাঙ্গুনিয়া ভুবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী উমানন্দ ব্রহ্মচারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথা আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও দানবীর অদুল কান্তি চৌধুরী।

উক্ত ধর্ম সভায় হরিনাম প্রচারে আমিরাতের সাতটি প্রদেশ থেকে মন্দিরের ভক্ত বৃন্দের উপস্থিতি এক মিলন মেলায় পরিণত হয়।

প্রধান অতিথি অদুল চৌধুরী বলেন বর্তমান ইহকাল থেকে পরকালের মুক্তি লাভের জন্য গীতা একমাত্র পথপ্রদর্শক। ভাগবত গীতা পাঠ, ভক্তিগীতি, সকল দেব-দেবতার প্রতি বিশ্বাস, এই পৃথিবী ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন সবকিছুর উপর এক বিশাল ধর্মসভায় গীতা পাঠের মাধ্যমে ভক্তবৃন্দের মাঝে তুলে ধরেন। পরিশেষে সংকীর্তনের মধ্যে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Scroll to Top