চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালীতে গলায় খাবার আটকে প্রাণ গেল আরহাম নামের ১৪ মাস বয়সী এক শিশুর।
সোমবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টার দিকে বোয়ালখালী থানাধীন সারোয়াতলী ইউনিয়নের রেঙ্গুরা খাজা নগরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলি বন খাওয়ার সময় গলায় আটকে যায় শিশুটির।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জয় আচার্য্য জানান, সোমবার দিবাগত রাতে গুরুতর অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
ওই সময় স্বজনরা জানান, জেলি বন খাওয়ার সময় শিশুটির গলায় আটকে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ।
চাটগাঁ নিউজ/এমআর