খাগড়াছড়িতে শ্যালিকাকে কুপিয়ে হত্যা করল দুলাভাই

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিশোরীর নাম সুমাইয়া আক্তার সেতু (১৪)।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়িতে হত্যা করা হয় তাকে। নিহত সুমাইয়া মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মো. আব্দুর রহমান জামালের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে একা থাকার সুযোগে সুমাইয়ার দুলাভাই মো. সাগর তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় প্রচুর রক্তক্ষরণে সুমাইয়া ঘটনাস্থলেই মারা যায়। কিছুক্ষণ পর এলাকার লোকজন ছুটে এলে ঘাতক দুলাভাই পালিয়ে যায়।

জানতে চাইলে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বাড়ির পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ।

Scroll to Top