কোক স্টুডিও বাংলায় ঘুড্ডির ‘ঘুম ঘুম’

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: কিংবদন্তি সুরকার লাকী আখান্দের প্রতি সম্মান জানাল কোক স্টুডিও বাংলা। প্রকাশ হলো নতুন গান ‘ঘুম ঘুম’। গানটি গেয়েছেন প্রতিভাবান তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। সংগীত প্রযোজক ছিলেন শিল্পী শুভেন্দু দাশ শুভ। ১৯৮০ সালে সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমায় গানটি ব্যবহৃত হয়।

পাকিস্তান থেকে দেশে ফেরার পর ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহর প্রথম গান। মূল গানটি লিখেছেন এস এম হেদায়ত আর সুর করেছিলেন লাকী আখান্দ।

এই কালজয়ী গানকে নতুনভাবে পরিবেশন করতে গিয়ে বাংলা গানের সঙ্গে জ্যাজ সংগীতকে মিলিয়েছে কোক স্টুডিও বাংলা। সোনালি দিনের অসাধারণ এই বাংলা গানটিতে নতুন প্রাণ দিয়েছেন শিল্পীরা। জ্যাজের জাদুর সঙ্গে নস্টালজিয়ার মিশ্রণে তৈরি হয়েছে চমৎকার একটি সুর।

লাতিন বিট গিটার, ট্রম্বোন ও ডাবল বেইজের সঙ্গে মিশে শুভেন্দু দাশ শুভর সুর এবং ফাইরুজের গম্ভীর কণ্ঠ শ্রোতাদের নিয়ে যায় এক জাদুময় জ্যাজ-ভরা অভিজ্ঞতায়। দর্শককে সুন্দর একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে গানের সেটটি ডিজাইন করা হয়েছে একটি ক্যাবারে জ্যাজ ক্লাবের আদলে।

Scroll to Top