কাপ্তাই বিএফডিসির অভিযানে সিএনজি সহ মাছ জব্দ

শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: ১০ ঘন্টার ব্যবধানে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন ( বিএফডিসির) অভিযানে ৩ টি সিএনজি সহ ৪ শত ৫০ কেজি কাচকি ও চাপিলা  মাছ জব্দ করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ১২ টা হতে সোমবার সকাল ১০ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের রেশমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে এই ৩ টি সিএনজি ও ৪ শত ৫০ কেজি মাছ জব্দ করা হয়।

বিএফডিসির কাপ্তাই উপকেন্দ্র প্রধান মাসুদ আলম এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে ধৃত এইসব মাছ সমুহ পাচার করা হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করি।

উদ্ধারকৃত মাছ গুলো প্রকাশ্য নিলামে ৮০ হাজার টাকা  বিক্রি করে টাকাগুলো রাজস্ব খাতে জমা করা হয় বলে তিনি জানান। এই অভিযান অব্যাহত থাকবে বলে বিএফডিসি উপ কেন্দ্র প্রধান জানান।

Scroll to Top