পড়া হয়েছে: 54
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আব্দুল মজিদ শিকদার (৩৫) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্দুল মজিদ সিকদার বড়উঠান ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সে বড়উঠান ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড শাহমীরপুর শিকদার বাড়ির আবদুল হাইয়ের চেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মজিদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন