কমেডি ছেড়ে রোমান্টিক নিলয়-হিমি

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: নাটকে এখন অন্যতম হিট জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। মূলত মজার বা কমেডি ঘরানার নাটকে কাজ করে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তারা। এবার কমেডি গল্প নয়, তাদের দেখা গেল সিরিয়াস গল্পে।

সম্প্রতি উন্মুক্ত হওয়া ‘না রাখা কথা’ নাটকে অভিনয় করেছে এই দুই তারকা। নির্মাতা এসআর মজুমদার জানান, কাজটির ভিউ খুব বেশি না হলেও সবার থেকে বেশ পজিটিভ মন্তব্য পাচ্ছেন।

নির্মাতা বলেন, ‘না রাখা কথা’ একদমই সিরিয়াস গল্পের নাটক। কমেডি না। এটাকে রোমান্টিক বলা যায়। কাজটি যারাই দেখেছেন সবাই প্রশংসা করছেন। তবে সবচেয়ে বেশি যে মন্তব্যটা পেয়েছি সেটা হল- সবাই নাটকটির দ্বিতীয় পর্ব অর্থাৎ সিক্যুয়াল চাইছে। এর আগে অপূর্ব-মেহজাবীনকে নিয়ে ‘সে ভালোবেসেছিল’ বানিয়েছিলাম। যেটা নিয়ে সিক্যুয়ালের অনেক অনুরোধ পেয়েছিলাম। কিন্তু ‘না রাখা কথা’ নাটকটি নিয়ে দুই দিনেই তার চেয়েও কয়েকগুণ বেশি অনুরোধ পেয়েছি। যেটা সত্যি অনেক আনন্দের।’

আজিজুল হকের গল্পে ‘না রাখা কথা’ নাটকটিতে নিলয়-হিমি ছাড়া আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, শাহবাজ সানী, জাবেদ গাজী, পারভেজ সুমন, অনিতা আকিল প্রমুখ।

Scroll to Top