রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমানে সাপের কামড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়া (৪৫)। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার মো. মহল উজ্জামানের এর দ্বিতীয় ছেলে।
সোমবার (২ জুন) ওমান সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেশটির সুবাগি বরইতল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের একই এলাকার বাসিন্দা সৌদিয়া প্রবাসী খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ দুই যুগ ধরে নিহত সোনা মিয়া ওমানের একটি বাগানে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় বাগানে গর্ত খোঁড়ার সময় হঠাৎ একটি বিষধর সাপ তার কপালে দংশন করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানা আহমেদ নামে অপর এক প্রবাসী জানান, ঘটনার খবর পাওয়ার পর তারা ওমানে থাকা নিহতের স্বজন ও পরিচিতদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ও প্রক্রিয়া চালাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সোনা মিয়া দুই বছর পূর্বে দেশে ছুটি কাটিয়ে পুনরায় জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তার সংসারে স্ত্রী, স্কুল ও মাদ্রাসাপড়ুয়া দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন