আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিশুর মৃত্যু

শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় সায়ান নামের আট বছরের বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) শারজাহ প্রদেশে এ ঘটনা ঘটে। জানা যায় চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড় সন্তান।

সায়ান নিহতের ঘটনায় তার পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। গ্রীষ্মের ছুটিতে তারা বাংলাদেশে ভ্রমণ শেষে গত ১৬ আগস্ট আরব আমিরাতে আসেন। গ্রীস্মের ছুটি শেষে স্কুল খোলা হলে বাসে করে অন্যান্য শিক্ষার্থীদের মতো মঙ্গলবার বাসে করে সায়ান এবং সাইফান দুই ভাই স্কুলের উদ্দেশে রওনা হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চালকের অমনোযোগীর কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায় ঐ গাড়িতে ১২ জন শিক্ষার্থী সবাই এশিয়ান ছিল।একই গাড়ির সায়ানের ছোট ভাই সাইফানসহ মোট ১১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চাটগাঁ নিউজ/সনজিত/এআইকে

Scroll to Top