আবুধাবীতে জিকিরে গাউছুল আজম মাহফিল

Facebook
WhatsApp
Twitter
Print

আমিরাত প্রতিনিধি: আনজুমানে মোত্তাবীয়েনে গাউছে মাইজভান্ডারি কেন্দ্রীয় পরিষদের সভাপতি আওলাদে রাসুল সা: শাহসুফী ডা: সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির নিদের্শক্রমে অছি-এ গাউছুল আজম ছৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারীর মহান ওফাত দিবস উপলক্ষে আবুধাবির মোছাফ্ফা শাখার উদ্যোগে জিকিরে গাউছুল আজম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন ) বাদে এশা মোছাফ্ফার  ১১ নং নোমান স্টীলস্হ খানকাহ শরীফে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন আন্জুমানে মোত্তাবিয়ানে গাউছে মাইজভান্ডারি আবুধাবি মোচ্ছাফা শাখার সভাপতি আবদুল বাতেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের দ্বারুত্ব তালিম মোহাম্মদ জামশেদ আলম।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গবেষক সৈয়দ ফয়েজুল মোমিন সিদ্দিকী মাইজভান্ডারি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাসান রেজা আল-কাদেরি। এ সময়ে মাওলানা নাছির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মোং সিরাজ, শহিদুল ইসলাম মানিক, মোং সিদ্দিকুর রহমান, মাওলানা শফিউল আলম, মোং হাসান, মোং জিল্লুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন, মোং সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা গাউছুল আজম মাইজভান্ডারির বিভিন্ন কেরামত উল্লেখ করে বলেন, আল্লার প্রকৃত অলিরা মানুষের কল্যাণে  তাৎক্ষণিক নানা উপকার করতে পারেন এবং করেন। মানুষ উপকৃত হচ্ছেন বলে মাইজভান্ডারে জাতি ধর্ম নির্বিশেষে যুগ যুগ ধরে যাচ্ছেন।

প্রধান অতিথি বলেন, আগে ভন্ড নবী, ভন্ড গাউছ দাবী করত অনেকে। এখনো কেউ কেউ ভন্ড গাউছ করছে।  তাদের ব্যাপরে সর্তক থাকতে হবে।

পরে দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া কামনার পর উপস্থিত প্রবাসীদের মাঝে তবরুক বিতরণ করা হয়।

Scroll to Top