আমিরাত প্রতিনিধি: আবুধাবীতে জনতা ব্যাংক পিএলসি এর আমিরাতের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।
সোমবার (১৯ মে) আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জনতা ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন
এসময় দূতাবাসের উপ প্রধান শাহনাজ রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম এবং জনতা ব্যাংক আমিরাতের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, জনতা ব্যাংক আবুধাবি শাখার এজিএম রেজাউল করিম, সিআইপি আজম মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর, ব্যবসায়ী জয়নাল আবেদিন, ব্যবসায়ী সুমন, মিপ গ্রুপ চেয়ারম্যান নুরুল হুদা, মাহমুদুর রহমান, আমান চৌধুরী, মোহাম্মদ আসলাম হাশেমসহ সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাকাউন্ট হোল্ডারদের নানা অভিযোগ অনুযোগ ধৈর্য সহকারে অতিথিরা শুনেন এবং দ্রুত সময়ে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠান পরবর্তী সফিটাল হোটেলে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
চাটগাঁ নিউজ/মান্নান/এমকেএন