আবুধাবিতে মোস্তফা আযহারীর সংবর্ধনা

শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: আমিরাতে সফররত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব শায়খ আল্লামা মোহাম্মদ আব্দুর রহিম মোস্তফা আযহারীর আবুধাবিতে আগমন উপলক্ষে সংবর্ধনা ও মাসিক গেয়ারভী শরীফ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বাদে এশা রাজধানী আবুধাবিতে গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ এবং ইমতিয়াজ আল ক্বাদেরী।

এতে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জানে আলম, UAE কেন্দ্রীয় কমিটির কেবিনেট সদস্য ও আবুধাবি শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজিম উদ্দিন, কেবিনেট সদস্য ও আল আইন শাখার সভাপতি মোহাম্মদ মানিক, আবুধাবি শাখার উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম আনসারী এবং উপদেষ্টা ওসমান তালুকদার সহ আরও অনেকে৷ এতে উপস্থিত ছিলেন আবুধাবি শাখার উপদেষ্টা আলহাজ্ব মফজল সওদাগর, মোহাম্মদ হাশেম, মাওলানা মমতাজ উদ্দিন, মোহাম্মদ আলী এবং কাজী তৈয়বসহ কমিটির বহু সদস্য এবং নেতৃবৃন্দ।

Scroll to Top