আবারও কমেছে সয়াবিন তেলের দাম

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা এলো। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রোববার এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি জানান, সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে।

তপন কান্তি ঘোষ জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।

Scroll to Top