পড়া হয়েছে: ৫৬
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলাধীন কাফকো হাউজিং কলোনির সামনের জঙ্গলাকীর্ণ জায়গা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৪) দুপুর সাড়ে ১২টায় এ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দাফন করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে ঝোপঝাড়ে এক নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা৷ পরে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের শরীরের কিছু অংশ শিয়াল কুকুর খেয়ে ফেলে।
স্থানীয় দোকানদার মো. হাশেম সওদাগর জানান, উদ্ধারকৃত নবজাতকের বয়স একদিনের মতো হবে। রাতে কে বা কারা নবজাতকটিতে জঙ্গলে ফেলে রেখে চলে যায়। মরদেহ থেকে গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে দাফন কাফন সম্পন্ন করা হয়।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/ইউডি