পড়া হয়েছে: ৩৭
চটাগাঁ নিউজ ডেস্ক: আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যুগ্মমহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন, মহসিন সাহেব সকালে হুজুর কেবলার সাথে ফজরের নামাজ আদায় করেন। পরে শরীর খারাপ লাগলে হুজুর কেবলা উনাকে অ্যাম্বুল্যান্স তুলে দিয়ে হাসপাতালে পাঠান। সেখানেই তিনি সকাল ৮টায় ইন্তেকাল করেন।
তিনি আরও বলেন, মহসিন সাহেবের মরদেহ বর্তমানে বলুয়ার দিঘীর খানকায় নিয়ে যাওয়া হচ্ছে। জানাজার ব্যাপারে হুজুর কেবলা পরে সিদ্ধান্ত দিবেন।
চাটগাঁ নিউজ/জেএইচ