অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচার, চালকসহ ৩ জন গ্রেফতার

Facebook
WhatsApp
Twitter
Print

নিজস্ব প্রতিবেদক: অ্যাম্বুলেন্সে লুকিয়ে মাদক পাচারকালে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেইট এলাকা থেকে চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম সিএমপি’র গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ।

এ সময় ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান গণমাধ্যমকে বলেন, রুবি গেইট পাকা রাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালালে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও এক কিশোরসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, ফেনসিডিলগুলো ফেনী জেলার পরশুরাম থানার সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে কম দামে সংগ্রহ করা হয়েছিল। বেশি দামে বিক্রি করার জন্য অ্যাম্বুলেন্সে করে বন্দরনগরীতে আনা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

Scroll to Top