সিপ্লাস ডেস্ক: অধিনায়কত্বসহ নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে গেছেন তামিম ইকবাল। চলছে রুদ্ধধার বৈঠক।
রাত ৮ টায় বৈঠকটি শুরু হয়। ৭টা ৪২ মিনিটে পাপনের বাসভবনে আসেন তামিম। এর কিছু আগে পাপনের বাসায় আসেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙার পর দেড় মাসের ছুটিতে সপরিবারে দুবাই গিয়েছিলেন তামিম। এরপর সেখান থেকে উড়াল দেন লন্ডনে। ভুগতে থাকা কোমরের চিকিৎসা শেষে গত সোমবার ফেরেন দেশে। তার দেশে ফেরার পর থেকেই সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বোর্ড।
তামিমের সিদ্ধান্তের পরেই এশিয়া কাপের অধিনায়কসহ নানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অপেক্ষায় বিসিবি।